Breaking

Sunday, 10 November 2019

ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- Indian Railway info

ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- Indian Railway info


https://www.gkinbengali.com/2019/11/Indian-Railway-info.html?m=1
ভারতীয় রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- Indian Railway info

আজ আমরা আলোচনা করব  ভারতের  অর্থনীতির প্রধান মেরুদণ্ড অর্থাৎ ভারতীয় রেল সম্পর্কে। 

1. ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক।
2. মোট ট্রাকের দৈর্ঘ্য প্রায় ১২১৫০০ কিমি এবং রুটের দৈর্ঘ্য প্রায় ৬৮০০০ কিমি।

3.হেড কোয়ার্টার — নিউ দিল্লী।

4. বর্তমান রেলমন্ত্রী — পিযুষ গোয়েল।

5. ভারতীয় রেল নিয়ন্ত্রিত হয় ৭ সদস্য বিশিষ্ট একটি রেল বোর্ড দ্বারা।

6. রেল বোর্ডের বর্তমান চেয়ারম্যান — বিনোদ কুমার যাদব।

7. জোন সংখ্যা — ১৮ টি। প্রতিটি জোনের প্রধানকে বলা হয় জেনারেল ম্যানেজার।

8. ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়, ৩রা ফেব্রুয়ারী, ১৯২৫ সালে ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত।

9.   প্রথম কম্পিউটারাইজড টিকিট এবং রিজার্ভেশন চালু হয় ১৯৮৬ সালে দিল্লীতে।

10.  ভারতের দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেস চালু হয় ২০১৬ সালে।

11.  বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে?
>>> পিযুষ গোয়েল।

12.পূর্ব রেলের বর্তমান জেনারেল ম্যানেজার কে? শ্রী হরিন্দ্র রাও ।

13. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? >> মমতা ব্যানার্জী।

14. ভারতের রেল ইতিহাসে সবচেয়ে পুরানো ইঞ্জিনের নাম কি?
>>ফেয়ারি কুইন।

15. কবে, কোথায় ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু হয়?
>>>১৬ ই এপ্রিল, ১৮৫৩। বম্বে থেকে থানে।

16. কোন দুটি শহরের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে?
>>>  কলকাতা এবং ঢাকা।

17. কোন দুটি শহরের মধ্যে বন্ধন এক্সপ্রেস চলাচল করে? কলকাতা এবং খুলনা।

18. বর্তমানে প্লাটফর্ম টিকিটের ভ্যালিডিটি কত সময়? ২ ঘন্টা, (১০ টাকা)

19. ভারতীয় রেলের জোন সংখ্যা কত? ১৮

20. ভারতীয় রেলের ডিভিশন সংখ্যা কত? ৬৮

21. ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়? নিউ দিল্লী।

22. রেলে কতগুলি গেজ আছে? ৩ টি
গেজ


23. ভারতের সবচেয়ে পুরানো রেলস্টেশন কোনটি? বম্বে।

24.ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলস্টেশন কোনটি?
>>>গোরক্ষপুর-১৩৬৬ মি, দ্বিতীয় খরগপুর-১০৭২ মি।

25.  ভারতে সবচেয়ে ছোট নামের রেলস্টেশন কোনটি? – IB

26. ভারতে দীর্ঘতম রেল ব্রীজ কোথায়?
>> নেহেরু সেতু, বিহারে শোন নদীর উপর।

27. ভারতের কোন দূরপাল্লার ট্রেন সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে?
>>> ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস।

28.রেলের সহায়তা নম্বর কত?
>>> ১৮২

29. ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি? >>> গতিমান এক্সপ্রেস।

   আরও দেখুন

Science gk in Bengali -পদার্থের কিছু গুরুত্ব পূর্ণ পরিমাপক যন্ত্র

1 comment: